মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে খ্রিস্টান-মুসলিম দাঙ্গায় নিহত ৭০
Tuesday, September 29, 2015
মধ্য
আফ্রিকা প্রজাতন্ত্রে খ্রিস্টান-মুসলিম দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৭০-এ
দাঁড়িয়েছে। এ ঘটনায় ধ্বংস হয়েছে কয়েক ডজন ঘরবাড়ি। সংঘর্ষ ও লুটপাট অব্যাহত
রয়েছে।
দেশটির রাজধানী বাঙ্গুইয়ে এক মুসলিম ব্যক্তির লাশ পাওয়ার
প্রতিবাদে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় হামলা চালায় মুসলমানরা। এতে শনিবার ২১
জনের প্রাণহানির খবর পাওয়া যায়।
এরপর রোববার রাজপথ দখলে নেয় খ্রিস্টান
বিদ্রোহীরা। সশস্ত্র খ্রিস্টান জঙ্গিরা রাজধানীর সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে।
জাতিসংঘের শান্তিরক্ষীদের চলাচল ঠেকাতে তারা রাজধানীর বাঙ্গুইয়ে ব্যারিকেড
দিয়েছে।
যুবকরা বাঙ্গুইয়ের প্রধান সড়কগুলো গাছের গুড়ি ফেলে অবরুদ্ধ করে
রেখেছে। শান্তিরক্ষীরা সড়ক অবরোধ ভাঙতে টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও তা কাজে
আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শহরে বিক্ষিপ্ত গোলাগুলি হচ্ছে এবং ঘরবাড়ি ও দোকানপাটে লুটপাট চলছে।
দেশটিতে শান্তিরক্ষার কাজে নিয়োজিত আছে জাতিসংঘের শান্তিরক্ষী এবং ফরাসি সেনারা।
সরকার রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি করেছে।
সরকার বলছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন বানচাল করার জন্যই এই সংঘাতের সৃষ্টি।
খ্রিস্টান প্রধান দেশটিতে ২০১৩ সালে মুসলিম সেলেকা বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর দুই বছর ধরে সহিংসতায় হাজার হাজার লোক মারা গেছে।
সূত্র : ইউরো নিউজ ও আল-জাজিরা অনলাইন
Tags:
আন্তর্জাতিক,
নয়া দিগন্ত
Comments[ 0 ]
Post a Comment