কৃষক
শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,
কালিহাতীতে পাবলিকের ওপর গুলি করে তাদেরকে হত্যা করেছে পুলিশ। অথচ মামলায়
আসামী করা হয়েছে গ্রামের পাবলিককে। এটা হতে পারে না। অবিলম্বে বিচার
বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
সোমবার কালিহাতীর নারান্দিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর এসব কথা বলেন।
বঙ্গবীর
আরো বলেন, কালিহাতীতে আওয়ামী জাহেলদের বর্বর নির্যাতনে আল্লাহর আরশ কেঁপে
উঠেছ। কিন্তু আওয়ামীলীগের জানোয়ারদের মন গলেনি। ছেলেকে দিয়ে জোর করে মায়ের
শ্লীলতাহানির মতো জঘণ্য কাজ করতেও তাদের বুক কাঁপেনি।
সভায় অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, শামীম
আল মনসুর আজাদ সিদ্দিকী, এ এইচ এম আব্দুল হাই, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ
হাসান আলী রেজা, আবুল হোসেন মল্লিক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী,
হাবিবুননবী সোহেল প্রমুখ।
Comments[ 0 ]
Post a Comment