ইউরোপে
আসা প্রায় ১ লাখ ২০ হাজার অভিবাসীদের স্থানান্তর করার যে প্রস্তাব ইইউ-র
স্বরাষ্ট্রমন্ত্রীরা অনুমোদন করেছে, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে
মধ্য ইউরোপের দেশগুলো। ওই পরিকল্পনায় ইটালি, গ্রিস এবং হাঙ্গেরি থেকে
অভিবাসীদের ইইউভুক্ত অন্যান্য দেশে স্থানান্তর করার কথা রয়েছে। সম্প্রতি
হাঙ্গেরিতে অভিবাসীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে ইউরোপিয়
ইউনিয়নের অধিকাংশ সদস্য দেশ অভিবাসীদের স্থানান্তরের পরিকল্পনার পক্ষে ভোট
দিলেও চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়া ওই
প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ভোটদানের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
রবার্ট ফিকো বলেন, তিনি কোন ধরণের বাধ্যতামূলক কোটা বাস্তবায়ন করবেন না।
তবে হাঙ্গেরি বলেছে, তারা ইইউ-এর সিদ্ধান্তে অখুশি হলেও, এই সিদ্ধান্ত তারা
মেনে নেবে। ইইউ-র সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে চেক প্রেসিডেন্ট মিলোস
জেমানও মন্তব্য করেন যে ভবিষ্যতে সবাই এটি বুঝতে পারবে। বিবিসির ইউরোপ
সংবাদদাতা ক্রিস মরিস বলছেন, জাতীয় সার্বভৌমত্ব জড়িত এমন একটি বিষয়ে
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না নিয়ে সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে
সিদ্ধান্ত নেয়াটা খুবই অস্বাভাবিক। ইইউ পরিকল্পনার আওতায় অভিবাসীদের
গ্রহণ করাটা স্বেচ্ছার ভিত্তিতে উল্লেখ করা হলেও দেশগুলোর এ বিষয়ে খুব
বেশি সুযোগ দেয়া হবে না বলেই ধারণা করা হচ্ছে। ইইউ আইনের অনুযায়ী কোন দেশ
যদি অভিবাসন বিষয়ে কোন নীতি পালনে অসম্মত হয় তবে তারা ইউরোপিয়
কাউন্সিলে এনিয়ে আবেদন জানানোর অধিকার রাখে। আগামী বুধবার ইউরোপিয়
ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠকে পরিকল্পনাটি অনুসমর্থনের জন্য উত্থাপন করা
হবে। এদিকে বৃটেন বলছে, আগামী পাঁচ বছরে তারা যে ২০ হাজার সিরিয়
শরণার্থীকে স্থান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের প্রথম দলটি দেশটিতে
এসে পৌঁছেছে।– বিবিসি
Comments[ 0 ]
Post a Comment