ভারতে
হিন্দু দেব-দেবীর বিরুদ্ধে কুৎসা করা হলে জিভ কেটে নেয়া হবে বলে হুমকি
দিয়েছে ডানপন্থি উগ্র হিন্দুত্ববাদী সংস্থা রাম সেনা। সংগঠনের কর্ণাটক
রাজ্যের কো-অর্ডিনেটর সিদ্দালিঙ্গা স্বামী এক বিবৃতিতে বলেছেন, ‘লক্ষ লক্ষ
মানুষ আমাদের ধর্মীয় গ্রন্থ রামায়ণ, মহাভারতকে পবিত্র গ্রন্থ বলে মনে করেন।
যদি দেব-দেবী নিয়ে কুৎসা লেখা হয় তা মানুষ কখনোই সহ্য করবে না। হিন্দু
দেব-দেবতাদের অপমান করা থেকে লেখকরা বিরত না হলে সাধারণ মানুষ তাদের জিভ
কেটে ফেলবে।’ গত ৩০ আগস্ট কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের সাবেক
ভাইস-চ্যান্সেলর এম এম কালবুর্গি দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন। নিহত
কন্নড় গবেষক এম এম কালবুর্গি ধর্মীয় কট্টরপন্থা এবং কুসংস্কারের বিরুদ্ধে
অনেকবার আওয়াজ তোলায় তিনি বিভিন্ন হিন্দু মৌলবাদী সংগঠনের টার্গেট
হয়েছিলেন। তিনি মূর্তিপূজোর বিরুদ্ধে মত প্রকাশ করায় মৌলবাদীরা তার তীব্র
বিরোধিতা করে। বজরং নেতা ভুভিত শেঠি কালবুর্গি হত্যায় উচ্ছ্বাস প্রকাশ
করে টুইট করে লেখেন, ‘প্রথমে ইউ আর অনন্তমূর্তির পর এবার এম এম কালবুর্গি।
হিন্দু ধর্মকে ছোট করলে কুকুরের মতোই মরতে হবে। কে এস ভগবান এবার আপনার
পালা।’ গত রোববার রাম সেনার এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে
লেখকদের হুমকি দেয়ার অভিযোগ ছিল। যদিও সংগঠনের নেতা প্রমোদ মুতালিকের দাবি,
ধৃত ব্যক্তি তাদের কেউ নন। উগ্র হিন্দুত্বের সমালোচনা করায় গেরুয়া
শিবিরের টার্গেটে পরিণত হন মহীশূর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কে এস
ভগবান। বিশ্ব হিন্দু পরিষদের বিশ্বেশ্বর তীর্থ স্বামীকে হিন্দু শাস্ত্র
নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ জানানোয় হুমকির মুখে পড়েছেন তিনি। সংবাদে
প্রকাশ, কে এস ভগবান এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেছেন রাম এবং
কৃষ্ণকে পুজো করা উচিত নয়। কারণ, তারা মানবীয় মুল্যবোধ অনুসরণ
করেননি।-আইআরআইবি
Comments[ 0 ]
Post a Comment