চীনের হাতে নতুন রকেট
Tuesday, September 22, 2015
চীন
নতুন ধরণের রকেট ছুঁড়েছে। তুলনামূলক ভাবে আকারে ছোট এ রকেট কৃত্রিম উপগ্রহ
কক্ষপথে পাঠানোর জন্য ব্যবহৃত হবে। মহাকাশ কর্মসূচি নিয়ে দেশটির এগিয়ে
যাওয়ার অংশ হিসেবে এ রকেট ছোঁড়া হয়।
লং মার্চ-৬ নামের রকেটটি ২০টি ছোট
আকারের উপগ্রহ বহন করছিল। জ্বালানি হিসেবে তরল অক্সিজেন এবং কেরোসিনের
মিশ্রণ ব্যবহার করায় এটি অনেক বেশি পরিবেশ বান্ধব হয়ে উঠেছে। রকেট
উৎক্ষেপণের মধ্য দিয়ে যে পরিবেশ দূষণ ঘটে লং মার্চ পরিবারভুক্ত এ রকেটের
মাধ্যমে তা ঘটবে না বলে দাবি করেছে চীনা কর্তৃপক্ষ।
এ ছাড়া, বাণিজ্যিক
কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের যে বিশাল বাজার রয়েছে এ রকেট ব্যবহার করে
তাতে বেশি লাভ করা যাবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, নতুন এ
রকেট চীনের মহাকাশে ঢোকার সক্ষমতা আরো বাড়াবে।
মহাকাশ কর্মসূচি নিয়ে দ্রুত এগিয়ে চলেছে এবং ২০২০ সালের আগেই চাঁদের অন্ধকার পৃষ্টে অনুসন্ধান যান পাঠানোর পরিকল্পনা করেছে চীন।
সূত্র : রেডিও তেহরান
Tags:
আন্তর্জাতিক,
চীন
Comments[ 0 ]
Post a Comment