বাংলাদেশ
বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবী
অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। গতকাল বিকালে বার কাউন্সিলের প্রথম বৈঠকে
তিনি নির্বাচিত হন। গত ২৬শে আগস্ট বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ১৪টি পদের মধ্যে সরকার সমর্থকরা ১১টি এবং বাকি তিনটিতে বিএনপি সমর্থকরা
জয়লাভ করেন। গতকালের বৈঠকে ব্যারিস্টার আমীর-উল ইসলাম উপস্থিত ছিলেন না।
বৈঠকে সভাপতিত্ব করেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে
আলম। বাসেত মজুমদার এর আগেও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকও ছিলেন। বাসেত মজুমদার
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
ওদিকে, বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল বাসেত মজুমদার ভাইস
চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বার কাউন্সিল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন
ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। ১৫ সদস্যের কাউন্সিলের প্রথম সভায় অনুপস্থিত
ব্যারিস্টার আমীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি পদত্যাগের
সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, গতকাল (সোমবার) আওয়ামী লীগের প্রেসিডিয়াম
সদস্য সাহারা খাতুনের বাসায় এক সভায় আমাকে ভাইস চেয়ারম্যান করার সিন্ধান্ত
হয়। এ সময় আইনমন্ত্রী তাকে (সাহারা খাতুন) টেলিফোনে বলেন, যিনি বেশি ভোট
পেয়েছেন, তিনি ভাইস চেয়ারম্যান হবেন। বার কাউন্সিলের উষালগ্ন থেকেই যিনি
প্যানেলের নেতৃত্বে থাকেন তিনিই ভাইস চেয়ারম্যান হয়ে আসছেন, এটা প্রচলিত
রীতি। এ অবস্থায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য প্রধানমন্ত্রীর
কাছে অনুমোদনের জন্য চিঠিও পাঠিয়েছি।
Comments[ 0 ]
Post a Comment