ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান দুই কারারক্ষী বরখাস্ত
Wednesday, October 14, 2015
প্রিজন
সেলে বন্দীর সাথে স্বজনদের কথা বলানো এবং শীর্ষ সন্ত্রাসী জোসেফের সাথে
কথা বলার অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই প্রধান কারারক্ষীকে সাময়িক
বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রিজন সেলে ঘটনাটি ঘটে। পরে আইজি
প্রিজনের নির্দেশে তাদের দুজনকে বরখাস্ত করা হয়েছে বলে কারাগারের একাধিক
সুত্র জানিয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার
উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রধান
কারারক্ষীরা দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রধান কারারক্ষী
নজরুল ইসলামের ডিউটি ছিল বারডেম হাসপাতালে। আরেক কারারক্ষী জসিম হাবিলদারের
ডিউটি ছিল প্রিজন সেলে। কিন্তু প্রধান কারারক্ষী নজরুল বারডেমের বন্দীদের
দায়িত্ব পালন না করে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
প্রিজন সেলে এসে দেখা করেন তালিকার্ভূক্ত শীর্ষ সন্ত্রাসী জোফেসের সাথে। ওই
সময় প্রিজন সেল ভিজিট করতে যান ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি
জেলার। তিনি জোসেফের সাথে প্রধান কারারক্ষী নজরুলকে কথা বলতে দেখেন। পরে
তিনি কারা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন। এরই প্রেক্ষিতে প্রধান কারারক্ষী
নজরুল ও হাবিলদার জসিমকে কৈফিয়ত তলব করা হয়। কিন্তু এরই মধ্যে আইজি প্রিজন
ঘটনটি জানতে পেরে দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
Tags:
নয়া দিগন্ত
Comments[ 0 ]
Post a Comment