যুক্তরাজ্য ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ড়২২শে
জুলাই অনুষ্ঠেয় ‘গার্ল সামিট-২০১৪’তে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় দুপর সাড়ে ৩টায় বাংলাদেশ
বিমানের বিজি-০০৫ ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর পৌঁছেন তিনি। এসময় তাকে স্বাগত
জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কায়েস। বিমানবন্দর থেকে
প্রধানমন্ত্রী সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকা পার্ক লেনের হিলটন হোটেলে
পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান
শরীফ, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, উপদেষ্টামন্ডলীর সভাপতি শামসুদ্দিন
খান মাস্টার, ইউরোপিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত, যুক্তরাজ্য
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ
সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, ত্রাণ ও
সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, বাণিজ্য সম্পাদক আ স ম মিছবাহ, বিজ্ঞান ও
প্রযুক্তি সম্পাদক মিসবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,
সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক
জামাল খান, ছাত্রলীগ সভাপতি তামিম আহমদসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ
সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এদিকে যুক্তরাজ্য বিএনপি সূত্র জানিয়েছে,
প্রধানমন্ত্রীর লন্ডন সফরের প্রতিবাদে আজ গার্ল সামিট চলাকালে সেন্ট্রাল
লন্ডনের ওয়েস্ট মিনিস্টার কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে বিক্ষোভ
সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে কালো পতাকাও প্রদর্শনের
সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে অতীতের বিভিন্ন সময়ে বিরোধী নেতাকর্মীরা
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন করলেও গতকাল তেমন কোন
কর্মসূচি কাউকে পালন করতে দেখা যায়নি।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGJ2jfSEJ6gPpyhN-vn-ySSFRQI8k-vhybj055qOrGMhHjU51nVrBIVpHhz-RC-aixGCIiJfd-4DVM8hhoG-kXhG4M6hh0V7eA-IE-pQjRkNxhYr8cMGBzA5UqLsh-dw87SsR_CLSYE9E1/s1600/PM-Leave-1.jpg)
আজকের
কর্মসূচি: প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কার্যক্রম আজ থেকে শুরু হবে।
দিনের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয়
বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশের গত ৫ই জানুয়ারির নির্বাচন ও পরবর্তী
রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য, বাংলাদেশে ব্রিটিশ
সাহায্যের বর্তমান পরিস্থিতি, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ
সুবিধাসহ দু’দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও বিরাজমান
আন্তর্জাতিক বিষয় স্থান পাবে। এই দিন সকাল ১০টা ২০ মিনিটে গার্ল সামিটে
যোগ দেবেন প্রধানমন্ত্রী। গার্ল সামিটে তিনি কন্যা শিশুর অধিকার রক্ষা ও
সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া
কন্যা শিশুদের বাল্যবিবাহে বাধ্য করার প্রবণতা নিয়েও কথা বলবেন। গার্ল
সামিট শেষে বিকাল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ব্রিটিশ শ্যাডো
সেক্রেটারি অব স্টেট ফরেন এফেয়ার্স ডগলাস আলেক সান্ডারের সঙ্গে বৈঠক করবেন।
এই দিনই হিলটন হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলেও যোগ
দেবেন তিনি। কাল বিকালে বিমানের বিজি-০০৫ ফ্লাইটে লন্ডন ত্যাগ করবেন
প্রধানমন্ত্রী।
Comments[ 0 ]
Post a Comment