গ্যাংগ্রিনে আক্রান্ত কুতুবদিয়ার পঙ্গু কামালের মানবেতর জীবন -সাহায্যের আবেদন by হাছান কুতুবী
Saturday, October 4, 2014
পঙ্গু
কামাল উদ্দীন (৪০) পরিবার-পরিজন
নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কক্সবাজার জেলার কুতুবদিয়ার দক্ষিণ মগডেইল
গ্রামের মৃত আলী আহমদের পুত্র কামাল উদ্দীন ১৯৯২ সালে গ্যাংগ্রিন রোগে
আক্রান্ত হন। এর আগে সে মুরগী কেনা-বেচা করে অভাবের সংসার চালাতো। এ রোগে
আক্রান্ত হবার এক বছরের মাথায় তার ডান পা হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়।
বর্তমানে বাম পায়ের ৪ আঙ্গুলও কেটে ফেলা হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন,
নিয়মিত ঔষধ সেবন না করলে অন্য পাটিও কেটে ফেলতে হবে। নি:স্ব এ পঙ্গু
ব্যক্তির বসত-ঘরটি ছাড়া নেই অন্য কোন সহায়-সম্পদ। সে কী ঔষধ খাবে, না ৫
ছেলে সন্তান ও স্ত্রীর ভরন-পোষণ চালাবে এ নিয়ে মারাত্মক দু:খ-কষ্টে কাটছে
তার জীবন। এমতাবস্থায় দেশ-বিদেশের সুহৃদ বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের
আবেদন জানিয়েছেন অসহায় পঙ্গ কামাল উদ্দীন। সাহায্য পাঠাতে সোনালী ব্যাঙ্ক
কুতুবদিয়া শাখায় তার সঞ্চয়ী একাউন্ট নং-৩২০৪ ও বিকাশ নম্বর-০১৮৩৪৩১৬৬১৪
Tags:
বড়ঘোপ,
হাছান কুতুবী
Comments[ 0 ]
Post a Comment