![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmpUbPZIY5wWr4DKI_CBAT307b19toefY8Y2rTqkMDYUzyjhzItrwDPOK7dTyJ03InQcQge9kDwFxKhj8f0jlyj2RcxDcmnd6VvjmKHyvSArt2FynW8oTM-Ko9jasc6B4P7Sy12tBDWLI9/s1600/kutu+durga.jpg)
কুতুবদিয়ায়
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা উৎসব
সম্পন্ন হয়। ধর্মীয় ভাব গাম্বির্য পরিবেশে ১২টি প্রতিমা ও ২৬টি ঘট পূজায়
৫দিন ব্যাপী বিভিন্ন অনুষ্টান শেষে শনিবার সকাল ১০টায় স্থানীয় সমুদ্র সৈকতে
প্রতিমা বিসর্জন অনুষ্টানে উপজেলার প্রত্যন্ত এলাকার হাজার হাজার
নারী-পূরুষ অংশগ্রহন করেন। এতে স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক’র পক্ষ থেকে
বস্ত্র বিতরণ করা হয়। কুতুবদিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর
কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথিদের মাঝে
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাতবর, মানবাধিকার
কমিশন কুতুবদিয়া শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধূরী মুকুল, ইউপি
চেয়ারম্যান ফিরোজ খান চৌধূরী, প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক হাছান কুতুবী,
পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার বিমল কান্তি শীল ও
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মাষ্টার সমীর শীল উপস্থিত
ছিলেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা.রাজীব শীল’র সঞ্চালনায়
অনুষ্টিত সভায় মাষ্টার রনজিৎ দাশসহ অনেকে বক্তব্য রাখেন। এতে পুরোহিত রতন
চক্রবর্ত্তী, সুজন চক্রবর্ত্তী, উৎপল শর্মা, বাদল আচার্য্য, ডা.সুধীর শীল,
মাষ্টার বিমল দাশ, সাধন শীল, বাদল শীল, বন্ধন সরকার, চন্দন দাশ, শঙ্কর
সরকার, অরুন দাশ, কালি দাশ, অধীর দাশ, খোকন শীল, শঙ্কর শীল, বজ হরি দাশ,
শুধাংশু দাশ, সুজন দাশ, সজল দাশ, বাবলু পাল, মিলন দাশসহ বহু গন্যমান্য
ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUZhNMbsUiMtFyRbnTV-iazZbP8h_idiD5vtoQ-tDy-Q0NIJhhMIbv3DZYy8LM-lIFv4uXe7BdBwLAlAIr-r-MeIfRDWmBJDFYYy_voyOQ7pKoIVBV6JowjFlFyEBcqlPJgisVetJa5WeP/s1600/kutubdiadurga.jpg)
Comments[ 0 ]
Post a Comment