কুতুবদিয়ায় কৃষি বিভাগের মাঠ দিবস সম্পন্ন by হাছান কুতুবী
Wednesday, October 22, 2014
চাষাবাদে
অধিক ফলন অর্জনে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহন করতে হবে। এ জন্য কৃষি বিভাগের
কর্মকর্তারা মাঠ পর্যায়ের প্রান্তিক চাষীদের সাথে নিবিড়ভাবে কাজ করতে হবে।
কুতুবদিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার অনুষ্টিত ক্লাইমেট
ফিল্ড স্কুল এর মাঠ দিবসে উপজেলা চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রুপম পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায়
কৃষি কর্মকর্তা মুহাম্মদ আলী জিন্নাহ, রাজনীতিক মৌলভী মুহাম্মদ তাহের,
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, নুরুল আবছারসহ স্থানীয়
গন্যমান্য ব্যক্তিগণ এতে বিশেষ অতিথি ছিলেন। সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কৃষক। ডিজস্টার এন্ড ক্লাইমেট ইন এগ্রিকালচার প্রকল্পের অর্থায়নে
দক্ষিণ মগডেইল ষ্টেডিয়ামে অনুষ্টিত সভায় কৃষক উদ্বুদ্ধ করণে কৃষি
যন্ত্রপাতির বিভিন্ন ষ্টল প্রদর্শিত হয়।
Comments[ 0 ]
Post a Comment