কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজে অর্থ সঙ্কট by হাছান কুতুবী
Friday, September 19, 2014
১৯১০
খ্রীষ্টাব্ধে প্রতিষ্টিত কুতুবদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ
কাজ চলছে। কমিটির সেক্রেটারীর আপ্রাণ প্রচেষ্টা ও স্থানীয়দের
সাহায্য-সহযোগিতায় দ্বিতীয় তলার দেয়াল পর্যন্ত কাজ হলেও উপজেলার
ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক প্রাচীণ এ মসজিদটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ
করতে অন্তত: কোটি টাকার প্রয়োজন। পবিত্র এ মসজিদ নির্মাণে জরুরী ভিত্তিতে
সরকারী সাহায্যসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন
মুসল্লিরা।
সুরম্য মসজিটির অবস্থান উপজেলার প্রাণ কেন্দ্রে হলেও গোটা
দ্বীপের মুসল্লিরা নিয়মিত নামাজ-দোওয়া আদায় করতে সমাগম হয়। সংযুক্ত
আরব-আমিরাতের একটি ইসলামিক সংস্থার সহযোগিতায় নির্মাণ কাজ শুরু হয় বিগত
দু’বছর আগে। সম্পূর্ণ টাইলস্ প্রতি-স্থাপিত ২৫শ’ বর্গফুট বিশিষ্ট মসজিদটির
নীচ তলার কাজ সম্পন্ন হয়। এতে মুসল্লিদের ধারণ ক্ষমতার তীব্র সঙ্কট দেখা
দিলে মসজিদ কমিটি দ্বিতলের কাজ শুরু করে বর্তমানে দেয়াল পর্যন্ত শেষ করেছে।
ছাদসহ পুরো কাজ সম্পন্ন করতে বিপুল অর্থের প্রয়োজন দেখা দিয়েছে বলে
জানিয়েছেন দৈনিক জনকন্ঠের চট্রগ্রাম ব্যুরোচিফ কুতুবদিয়ার কৃতি সন্তান
সাংবাদিক মোয়াজ্জেমুল হক বাবুল। এ পর্যন্ত বিদেশী সাহায্য সংস্থার ১০ লাখ,
জেলা পরিষদের ৫০ হাজার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ৪০ হাজারসহ স্থানীয়দের দানে
মোট ৩৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির
সেক্রেটারী ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদউদ্দিন ছোটন।
Tags:
Lead News,
বড়ঘোপ,
হাছান কুতুবী
Comments[ 0 ]
Post a Comment