Thursday, September 11, 2014

সরাসরি রাজনীতিতে ন্যান্সি

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনোনীত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। আর এর মাধ্যমে সরাসরি রাজনীতিতে নাম লেখালেন তিনি। দুপুরে তিনি এ খবর নিশ্চিত করেন মানবজমিন অনলাইনকে। ন্যান্সি বলেন, বিএনপির আদর্শের প্রতি আমার ভালো লাগা অনেক আগে থেকেই। এর জন্য আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে অনেক মূল্য দিতে হয়েছে গেল কয়েক মাস ধরে। তিনি আরও বলেন, আমার মা নেত্রকোনা জাসাসের কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করি শিল্পী ন্যান্সি সবার। শ্রোতাদের কারণেই আমি ন্যান্সি হয়েছি। তার মানে এই নয় যে, শিল্পী ন্যান্সির কারণে মানুষ হিসেবে আমার কোন ব্যক্তিগত এবং রাজনৈতিক মতামত থাকতে পারে না।

No comments:

Post a Comment