শনিবার রাত ১১টার দিকে কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের সতরউদ্দিন উচ্চ
বিদ্যালয়ের পাশের একটি এলাকা থেকে ব্যবসায়ী আবু মুসাকে (৪৩) অপহরণ করা হয়
বলে পুলিশ জানিয়েছে।
কুতুবদিয়া
থানার ওসি জহিরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বিষয়টি উপকূলরক্ষা বাহিনীকে (কোস্টগার্ড) জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে
সাগরে অনুসন্ধান চলছে।
অপহৃতের ভাতিজা ও লেমশীখালী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আক্তার হোসেইন জানান, সতরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি
এলাকায় আবু মুসার মালিকানাধীন কয়েকটি মাছ ধরার ট্রলার মেরামতের কাজ চলছিল।
২০ জনের মতো শ্রমিক সেখানে কাজ করছিলেন।
“রাতে চাচা কাজ তদারকির সময়
সাগর থেকে আসা ১০/১৫ জন মুখোশধারী তাদের উপর হামলা করে। এ সময় শ্রমিকদের
মারধর করে চাচাকে তুলে নিয়ে যায় তারা,” বলেন তিনি।
ওসি জহিরুল ইসলাম
বলেন, মাস দুয়েক আগে ওই ব্যবসায়ীর এক ছেলে অপহৃত হয়েছিলেন। পরে এক লাখ
টাকা মুক্তিপণ নিয়ে তাকে ফিরিয়ে দেয় অপহরণকারীরা। তবে কারা তাকে অপহরণ
করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।
Comments[ 0 ]
Post a Comment