শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট পেলেন ফ্লাইট ল্যা.কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা by হাছান কুতুবী
Tuesday, December 9, 2014
কুতুবদিয়ার
ফ্লাইট ল্যা. কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা
শম্শের নেওয়াজ মুক্তা ‘‘বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট’’ পেয়েছেন। শিক্ষা ও
চাকুরি ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা ক্রেস্ট
প্রদান করা হয়। গতকাল ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস
পালন উপলক্ষ্যে এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ মুহসিনের সভাপতিত্বে উপজেলা
পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভার প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান
ছৈয়দা মেহেরুন্ নেছা শিক্ষিকা মুক্তার হাতে তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মুক্তা চলতি বছর জেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম
বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রীধারী
মুক্তা কুতুবদিয়া কলেজের প্রদর্শক শওকতুল ইসলাম সিকদারের সহধর্মিনী।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আক্কাস উদ্দিন মুক্তার
বাবা। সাফল্যের জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন।
Tags:
Lead News,
শিক্ষা,
হাছান কুতুবী
Comments[ 0 ]
Post a Comment