Wednesday, December 24, 2014

কুতুবদিয়ায় কাজের মেয়ে খুন! ৯দিন পর লাশ উদ্ধার -ঘাতক গৃহকত্রীসহ ১ সহযোগি গ্রেপ্তার by হাছান কুতুবী

কক্সবাজারের কুতুবদিয়ায় কাজের মেয়ে তহমিনা বেগম প্রকাশ ফেরদৌস (১৫) খুনের ৯দিন পর মঙ্গলবার দুপুর দেড়টায় গর্ত থেকে পলিথিন ও কাঁথা মুড়ানো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ ও থানা ওসি আলতাফ হোছাইনসহ পুলিশ-আনসার ব্যাটিলিয়ন উদ্ধার অভিযানে ছিলেন। ২২ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে বড়ঘোপ মগডেইলের গিয়াস উদ্দিনের ঘাতক স্ত্রী নিলুফা আখতার (৪৫) ও তার সহযোগি চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ৮নম্বর ওয়ার্ডের শাহাদত হোছাইনের পুত্র বেলাল উদ্দিন (৩০) কে পুলিশ গ্রেপ্তার করে। ২২ ঘন্টার মধ্যে ঘাতকসহ লাশ উদ্ধারে পুলিশী ভূমিকার ভূয়শী প্রশংসা করেন ইউএনওসহ স্থানীয়রা। ঘাতকদের স্বীকারুক্তি মতে লাশ উদ্ধারে বাড়ীর আশ-পাশে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দিন ধরে জনতার প্রচন্ড ভীড়সহ আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘাতক গৃহকত্রী ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় ওই কাজের মেয়েকে হত্যা করে রাত ১১টায় বেলাল উদ্দিন ও স্থানীয় কালু মিয়ার পুত্র ছাবের আহমদ (৩৫) এর সহযোগিতায় পাশের ভরাট পুকুরের কোণায় মাটির নীচে চাঁপা দিয়ে রাখে বলে থানা পুলিশ জানিয়েছে। মেয়েটির বাড়ী লেমশীখালী আশা হাজীর পাড়ায় বলে জানা গেলেও তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। মেয়েটি ওই বাড়ীতে বিগত ১০/১১ বছর ধরে ঝিয়ের কাজ করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tuesday, December 23, 2014

কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান

কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী মঙ্গলবার সরেজমিন গিয়ে ৫ হাজার করে ৯ পরিবারকে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হুসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভ্রাত দাশ, ছাত্রলীগের আহবায়ক সেলিম উদ্দিন লিটন, যুবলীগ নেতা শহীদুল ইসলাম লালা, স্থানীয় ইউপি চেয়ারম্যানের পিতা ইব্রাহীম খলিল, সতরুদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুছ, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন সিকদার, মেম্বার হাবিব উল্লাহ, আবদুর রহমান কালু, উত্তর ধূরুংয়ের সাবেক ইউপি মেম্বার আলী হোছাইনসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সদর থেকে প্রায় ১৪ কি.মি.দূর্ঘম এলাকা লেমশীখালী পেয়ারাকাটা গ্রামে গত ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাবেক মেম্বার আবদুল্লাহ আল-মামুন, শফিউল্লাহ, আজিজ উল্লাহ, জাকের হোছাইন, ইউনুছ, নুর হোছাইন, হুমায়ুন কবির, এনামুল হক ও আনিছুর রহমানের বসতঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতির শিকার হন ১০ পরিবার।

Monday, December 15, 2014

সাংবাদিকদের লেখালেখির ফল- কুতুবদিয়ায় আরো একটি জেনারেটর স্থাপন পিডিবির লাপাত্তা বায়ু বিদ্যুত! by হাছান কুতুবী

দীর্ঘ ১৮ মাস বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো কুতুবদিয়ায়। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের বহু লেখালেখির পর অবশেষে পিডিবি কর্তৃপক্ষ মাত্র ২০০ কেভিএ শক্তিসম্পন্ন আরো একটি পুরাতন জেনারেটর স্থাপন করেছে। ১২ ডিসেম্বর থেকে উপজেলার অফিস পাড়ায় পরীক্ষামূলকভাবে বিদ্যুত সরবরাহ করছে ওই ইঞ্জিন। এদিকে আট বছর গত হলেও এখনো অন্ধকার থেকে আলোর মূখ দেখাতে পারছেনা স্বপ্নের বায়ু বিদ্যুত। প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস্ (বায়ুবিদ্যুত) লিমিটেড ওই প্রকল্পের লুলোপ দৃষ্টি দেখিয়ে সরকার থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে অন্য ব্যবসায় পূজিঁ বিনিয়োগ করছে বলে সচেতন মহল অভিযোগ করেন। বায়ু বিদ্যুত প্রকল্পটি বিগত ২০০৬ সনে স্থাপনের পর থেকে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ইতোমধ্যে সংস্কারের নামে নাড়াছড়া করে বিদ্যুত সরবরাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সর্বশেষ প্রতারণা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। ৫০০ কেভিএ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ক্যামিন্সসহ ৩টি ইঞ্জিন সম্পূর্ণ অকেঝু অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় বিদ্যুত ভবনে। এ অবস্থায় ‘ডেল’ নামের মাত্র ১৩০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো একটি পুরাতন ইঞ্জিন বসিয়ে কুতুবদিয়াবসীর ‘কাটা ঘাঁতে নুন ছিটা’ দিয়েছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
বিশেষজ্ঞ মহল জানিয়েছেন, বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেমের বিদ্যুত ফাঁকিজুুঁকি, লুকোচুরি আর সরকারী অর্থ লোপাটের ফাঁদ। তাই অতসব বাজে সিষ্টেমে অর্থ ব্যয় না করে বাঁশখালীর ছনুয়া থেকে দ্বীপের উত্তর ধূরুং এলাকা হয়ে (মাত্র এক কি.মিটার কুতুবদিয়া চ্যানেল) সাব ম্যারিন ক্যাবলের সাহায্যে কম খরচে জাতীয় গ্রীডলাইন বিদ্যুতায়ন করলে দেশের সম্পদে পরিণত হতে পারে কুতুবদিয়া। অকেঝু ক্যামিন্স ইঞ্জিন মেরামত (ওভারহলিং) ও লাইন সংস্কার প্রক্রিয়াধীন দাবী করে আগামী এক মাসের মধ্যে বায়ু বিদ্যুত সরবরাহ হবে বলে পুনর্বার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আবাসিক প্রকৌশলী মো.নুরুল আমিন। বহু চেষ্টা করেও লাপাত্তা হয়ে আছেন বায়ু বিদ্যুত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।

Tuesday, December 9, 2014

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট পেলেন ফ্লাইট ল্যা.কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা by হাছান কুতুবী

কুতুবদিয়ার ফ্লাইট ল্যা. কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শম্শের নেওয়াজ মুক্তা ‘‘বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট’’ পেয়েছেন। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ মুহসিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভার প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা শিক্ষিকা মুক্তার হাতে তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মুক্তা চলতি বছর জেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রীধারী মুক্তা কুতুবদিয়া কলেজের প্রদর্শক শওকতুল ইসলাম সিকদারের সহধর্মিনী। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আক্কাস উদ্দিন মুক্তার বাবা। সাফল্যের জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন।

Sunday, December 7, 2014

কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শনে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীর by জেসমিন আখতার

বে-সামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব উপজেলার কৃতি সন্তান খোরশেদ আলম চৌধূরী শনিবার কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শন করেন। স্থানীয়দের সাথে দ্বীপরক্ষা বাঁধের মারাত্মক দৈন্যদশা নিয়ে খোলামেলা কথা বলেন এবং জরুরী আর্থ ওয়ার্কের কাজ ঠিকমতো না করলে বিল পাবেনা বলে জানান তিনি। এ ছাড়া বাঁধ নির্মাণে বরাদ্ধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে স্থানীয়দের আশ্বস্থ করেন সচিব। উত্তর ধূরুং ও আলী আকবর ডেইল এলাকায় পরিদর্শন কালে ভাইস চেয়ারম্যান হুমায়ুন হায়দার, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, থানা ওসি আলতাফ হোছাইন, আ.লীগ নেতা আহমদ উল্লাহ মাষ্টার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মুহাম্মদ চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী তফাজ্জল হোছাইন, মাসুদুর রাব্বী ও ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন লিটনসহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।