Monday, June 23, 2014

বৃষ্টিতে অচল চট্টগ্রাম

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাসাবাড়ি-দোকান-বাণিজ্যিক প্রতিষ্ঠান- কারখানা৷ প্রায় যানবাহনহীন জলাবদ্ধ সড়ক৷ টানা তৃতীয় দিনের বৃষ্টিতে গতকাল রোববার এই স্থবির চেহারা ছিল চট্টগ্রাম মহানগরের৷ ব্যবসা-বাণিজ্যেও নেমেছে স্থবিরতা৷ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ৷
সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা৷ সড়ক যোগাযোগব্যবস্থাও ছিল প্রায় অচল৷ চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রমও ব্যাহত হয়েছে৷

>>টানা বৃষ্টিতে দুর্ভোগের শেষ নেই৷ অনেকে প্রধান সড়কের ওপর জমে থাকা বুকসমান পানির ওপর দিয়ে হেঁটে গন্তব্যে যান৷ ছবিটি নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
সঞ্চরণশীল মেঘমালা ও লঘুচাপের কারণে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি গতকালও অব্যাহত ছিল৷ পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ এই বৃষ্টিতে নগরজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা৷ কোনো কোনো সড়কে কোমরসমান, আবার কোথাও এর চেয়ে বেশি পানি জমে৷ সড়কগুলোতে রিকশা, রিকশাভ্যান ছাড়া যান্ত্রিক যানবাহন তেমন দেখা যায়নি৷ লোক চলাচলও ছিল কম৷
রেল যোগাযোগ বন্ধ: সকাল থেকে প্রবল পাহাড়ি ঢলে শহর থেকে সাড়ে ১৬ কিলোমিটার দূরে ভাটিয়ারী ও কুমিরার মধ্যবর্তী স্থানে রেলওয়ের নির্মাণাধীন ৩৪ নম্বর সেতুর তলদেশের অস্থায়ী সুরক্ষা নড়বড়ে হয়ে যাওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রেললাইনের কর্মীরা বেলা ১১টা ২০ মিনিটের দিকে এই খবর সংশ্লিষ্ট দপ্তরে জানান৷ এরপর ওই সেতুতে ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ প্রকৌশল ও ঠিকাদাির প্রতিষ্ঠানের শতাধিক কর্মী সাড়ে পাঁচ ঘণ্টা কাজ করে সেতুটি মেরামত করলে ওই লাইন দিয়ে সর্বোচ্চ ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল শুরু হয়৷ প্রবল স্রোতের কারণে আপ-লাইনের সেতুর মেরামতকাজ সন্ধ্যা পর্যন্ত শুরু করা যায়নি। দুই বছর আগেও সেতুটি পাহাড়ি ঢলে ধসে পড়েছিল।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩৪ নম্বর সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ও চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস কুমিরা স্টেশনে আটকা পড়ে। ঢাকাগামী কর্ণফুলী ফৌজদারহাট স্টেশনে আটকা পড়ে। মহানগর গোধূলী এক ঘণ্টা ৫০ মিনিট দেরিতে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাত্রা করে। ঢাকা থেকে ছেড়ে আসা প্রভাতী ও জালালাবাদও দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছায়।
অাটকে পড়া ট্রেনগুলোর যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়৷ চট্টগ্রাম–গামী দুটি ট্রেনের যাত্রীরা কুমিরা স্টেশনে নেমে সড়কপথে চট্টগ্রাম নগরে যান৷
কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রী মনির আহম্মদ বলেন, ‘১১টায় আমরা ফৌজদারহাটে আটকা পড়ি। দ্রুত সময়ে সেতু মেরামতের কথা বলে আমাদের আশ্বস্ত করা হয়। অথচ দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছি।’
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, স্রোতের তীব্রতার কারণে ৩৪ নম্বর সেতুর অস্থায়ী সাপোর্ট নড়বড়ে হয়। ঠিকাদাির প্রতিষ্ঠান ও রেলের প্রকৌশলী ও কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সেতুটি রেল চলাচলের উপযোগী করেন৷ বিকেলের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসে।
সড়ক যোগাযোগ ব্যাহত: বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাস গতকাল বিকেল পর্যন্ত চট্টগ্রামে পৌঁছেনি বলে জানা গেছে। এই যানজট ও মহাসড়কে খানাখন্দের কারণে যান চলাচল সীমিত হয়ে পড়ে।
সকালে মুষলধারে বৃষ্টির সময় ষোলশহরসহ বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ ছিল।
উড়োজাহাজে যাত্রী কম: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে গতকাল ঢাকাগামী উড়োজাহাজের ৮ থেকে ১০ শতাংশ যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাতে পারেনি। যাত্রী কম নিয়ে চারটি সংস্থার উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছাড়ে৷
বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৮ থেকে ১০ শতাংশ যাত্রী কম পরিবহন হয়েছে বলে চারটি বিমান সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
জলাবদ্ধতা: সকালের প্রবল বৃষ্টিতে প্রায় গলাসমান পানি জমে নগরের ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, বাকলিয়ায়। এসব সড়কে যান চলাচল বন্ধ থাকে৷ আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কার্যালয়ে পানি ঢুকে পড়ে। বাদুড়তলা, মোহাম্মদপুর, ডিসি রোড, কাপাসগোলায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। যানবাহন চলাচল কমে গেছে। মাঝেমধ্যে দু-একটি রিকশা চললেও ভাড়া তিন গুণ বেড়ে গেছে।
ব্যবসায় স্থবিরতা: বেপজা সূত্র জানায়, বৃষ্টিতে ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানের নিচতলায় পানি ঢুকে গেছে৷ এতে পণ্য ওঠা-নামা ব্যাহত হয়। নগরের প্রধান বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জ ও আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সকালে পানি ওঠায় এ দুই এলাকায় স্থবিরতা নেমে আসে। চাক্তাইয়ের আড়তদার মো. জাকারিয়া বলেন, ‘বৃষ্টিতে তিন-চার দিন ধরে ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে গাড়িতে পণ্য ওঠানো-নামানো যাচ্ছে না।’
বৃষ্টিতে পোলট্রি খামারিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগর এবং বিভিন্ন উপজেলার বেশ কিছু মুরগির খামারে পানি ঢুকে গেছে। এতে অনেক মুরগির বাচ্চা মারা গেছে। ফতেয়াবাদের শফিউল আজম বলেন, ‘বৃষ্টি ও পাহাড়ি ঢলে আমার খামারে পানি ঢুকে কয়েক শ মুরগি মারা যায়। আমার মতো আরও অনেকের একই অবস্থা হয়েছে।’
পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল থাকায় আগামী ২৪ ঘণ্টায় সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হবে। এ সময় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Friday, June 20, 2014

ওয়াইপোর স্বীকৃতি! বিজ্ঞানী ড.শাহজাহান কুতুবীর নতুন ক্যাটালিষ্ট আবিস্কার by হাছান কুতুবী

জাপানের ‘‘ওইতা বিশ্ববিদ্যালয়ের গবেষক” বাংলাদেশী তরুণ বিজ্ঞানী ড.মুহাম্মদ শাহজাহান কুতুবী ‘নতুন রাসায়নিক অণুঘটক প্যালডিয়াম-রুথেনিয়াম ধাতুদ্বয়ের সঙ্কর ন্যানুকণা (ক্যাটালিষ্ট; পিডি-আরইউ স্যলিড সলিউশন এ্যলো ন্যানুপারটিকলেস্) আবিস্কার করেছেন। বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদের ভীড়ে বাংলাদেশের অবহেলিত একটি দ্বীপ-উপজেলা কুতুবদিয়ার সন্তান’র স্থান পাওয়া বিশাল অর্জন বলে জাতি মনে করেন।
তার আবিস্কৃত চমৎকার ক্যাটালিষ্ট বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্রুতগতিতে সম্পন্ন করে বহু উচ্চমাত্রায় উৎপাদ (প্রোডাক্ট) উৎপন্ন করে। যা গত ২৭ মার্চ ওয়াইপোর (ওয়ার্ল্ড ইনটিলিক্চুয়াল প্রপার্টি অর্গনাইজেশন) স্বত্বাধিকার স্বীকৃতি লাভ করেছে। সুইজারল্যান্ডের জেনেভাতে, আমেরিকার ফেডারেল নিউজ সার্ভিস, আমেরিকার স্টেট নিউজ এবং বিভিন্ন বৈজ্ঞানিক সংবাদ ম্যাগাজিন ৩১ মার্চ এনিয়ে সংবাদ প্রকাশ করেছে। এই গবেষণা কর্মে একই বিশ্ববিদ্যালয়ের তার ২ সহযোগি বিজ্ঞানী হলেন ড.কাত্সুত্শি নাগাওকা ও ড.কাত্সুত্শি সাতো এবং কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ২ বিজ্ঞানী ড.হিরোশি কিতাগাওয়া ও ড.কোহেই কুসাদা।

ড. মুহাম্মদ শাহজাহান কুতুবীর মতে অণুঘটকটির অনন্য বৈশিষ্ট হচ্ছে এক সঙ্গে লুইস এসিড ও লুইস ক্ষার এর ধর্ম প্রকাশ করেএবং সকল ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অণুঘটক হিসেবে রাসায়নিক বিক্রিয়াকে খুব দ্রুতগতিতে সম্পন্ন করে উচ্চ মাত্রায় উৎপাদ (প্রোডাক্ট) উৎপন্ন করে। ক্ষতিকারক কার্বন মনোক্সাইড গ্যাস অক্সিডেশন, নাইট্রোজেন গ্যাস সমূহের অক্সিডেশন, মিথেন গ্যাস থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে এলকোহেল’র অক্সিডেশন বা রিডাকশন বিক্রিয়া দৈনন্দিন কাজে ব্যবহারের বিভিন্ন কেমিকেল যেমন মেডিসিন’র রঅ মেটিরিয়েল অথবা সরাসরি মেডিসিন উৎপাদনে রাসায়নিক বিক্রিয়ায় সলিড প্যাস ক্যাটালিষ্ট হিসেবে তা খুব কার্যকরী অণুঘটকের কাজ খুব দ্রুত গতিতে বিক্রিয়া সম্পন্ন করে উচ্চ মাত্রায় প্রোডাক্ট উৎপন্ন করে। যেমন যে রাসায়নিক বিক্রিয়া সাধারণভাবে ব্যবহৃত অণুঘটকে দু’ ঘন্টার অধিক সময়ে সম্পন্ন হয়, সেটি এই নতুন অণুঘটকের মাধ্যমে মাত্র ৫মিনিটে শতভাগ উৎপাদ দেয়। আবার এই অণুঘটক পুনরায় ব্যবহার করা যায়। দেখা গেছে যে, সাধারণ বায়ু মন্ডল পরিবেশে দু’ বছরের কার্যকারিতা নষ্ট হয়না। ওয়াইপোর মতে এই অণুঘটক মাল্টিপারপাস রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহার উপযোগি হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। তিনি আরো বর্ণনা করেন যে, গত ৩১ মার্চ জাপানের বিখ্যাত কেমিক্যাল কোম্পানীর সাথে জাপান সাইন্স এন্ড টেকনোলজি এজেন্সী এবং এই বিজ্ঞানী গ্রুপ একটি চুক্তি করেন। (১) এই নতুন আবিস্কারের ওপর জাপান সাইন্স এন্ড টেকনোলজি এজেন্সীতে প্রথম আবেদন সেপ্টেম্বর-২০১২। স্বীকৃতি পায় এপ্রিল-২০১৩। (২) আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করেন-১৮ সেপ্টেম্বর-২০১৩। ওয়াইপো স্বীকৃতি দেয় ২৭মার্চ-২০১৪। (৩) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশিত হয় ৩১মার্চ-২০১৪।
বিরল প্রতিভাবান এই তরুণ বিজ্ঞানী ড.মুহাম্মদ শাহজাহান কুতুবী জন্ম .......কক্সবাজার জেলার দ্বীপ-উপজেলা কুতুবদিয়ার উত্তর ধূরুংয়ের ফয়জানি পাড়ার আবুল কালাম ও তাহেরা বেগম’র সন্তান। তিনি ১৯৯১ সনে সতরুদ্দীন হাইস্কুল থেকে টেলেন্টপুলে জুনিয়র বৃত্তি, ১৯৯৪ সনে কক্সবাজার সদর নাপিতখালি হাইস্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৯৬ সনে চট্রগ্রাম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি (অনার্স) এমএসসি (থিসিস ভৌত রসায়ন) প্রথম শ্রেণীতে পাস করে ২০০৬ সনে জাপান সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য জাপান গমন করেন। জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে মার্চ ২০০৯ সনে এমএসসি (ইলেক্ট্রোকেমিষ্ট্রি), মার্চ ২০১২ সনে পি.এইচ.ডি. (জৈব রাসায়নিক বিক্রিয়া) লাভ করেন। জৈব রাসায়নিক বিক্রিয়া গবেষণায় অবদানের জন্য গ্লোবালাইজেশন প্রোগ্রাম’র আওতায় ফরেন্স এক্সিলেন্স রিচার্সার হিসেবে ২০১১ সনের নভেম্বরে সাগা বিশ্ববিদ্যালয়ে সেমিনার এ্যওয়ার্ড লাভ করেন। ড.শাহজাহান কুতুবী ২০১২ সনে জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়ে গবেষণা কাজে নিয়োজিত আছেন।
আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে গর্বিত করায় ড.মুহাম্মদ শাহজাহান কুতুবী, তার পরিবার-পরিজনের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন জানিয়েছেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন ও সেক্রেটারী হাছান কুতুবী।