Sunday, March 23, 2014

লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

কুতুবদিয়া উপজেলার পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন। সেখানে দায়িত্বরত কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম দুপুর ২টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১২টার দিকে কুতুবদিয়া পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়েছে দুই যুবক। এ ঘটনার পর সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এর আগে লেমশীখালী  উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের দেওযার ঘটনাকে ৩ জনকে আটক করে পুলিশ। এদিকে রামুর সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও কুতুবদিয়ায় নানা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। কুতুবদিয়া উপজেলার এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া, ভোট ছিনতাইয়ের অভিযোগ করেছে।

No comments:

Post a Comment