Sunday, March 23, 2014

লেমশীখালী, তেলিরকাটা, বাঁকখালী ও দক্ষিণ ধুরুং কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন। নাগরিক কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী মনজুর আলম সিকদার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রমিজ আহমদের সমর্থকদের ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ দেখা দিলে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

পশ্চিম লেমশীখালী কেন্দ্রে যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টা

কুতুবদিয়া উপজেলায় একটি ভোট কেন্দ্র থেকে ব্যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে কুতুবদিয়া পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

কুতুবদিয়া উপজেলার পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন। সেখানে দায়িত্বরত কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম দুপুর ২টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কুতুবদিয়ায় ভোট গ্রহণ চলছে: জাল ভোটের অভিযোগে আটক ২, এক কেন্দ্র স্থগিত by ইমাম খাইর

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বচনে ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় প্রত্যেক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে নয়টা পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ হয়। নয়টার পর থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট প্রদানের অভিযোগে ধুরুং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুই জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা হলেন ফরিদা ইয়াসমিন ও সায়েম। তাছাড়া জাল ভোটের অভিযোগে লেমশিখালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়।