Wednesday, August 5, 2015

আশরাফের উপস্থিতিতে ধস্তাধস্তি-চেয়ার ছোড়াছুড়ি

চেয়ারে বসা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিন দফা ধস্তাধস্তিতে ও চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে। আলোচনা মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়েও তাদের নিবৃত্ত করা যাচ্ছিল না। সংসদ সদস্য ফজলে নূর তাপসের বক্তব্যের সময় চেয়ার ছোড়াছুড়ি বেশি শুরু হয়। তবে পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রাজ্জাক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কামরুল ইসলাম, আবদুস সোবহান গোলাপ, সাংসদ মন্নুজান সুফিয়ান, শেখ ফজলে নূর তাপস প্রমুখ। এ ছাড়া আলোচনা সভায় সৈয়দ শামসুল হক বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা একটি কবিতা পড়ে শোনান।