Thursday, January 29, 2015

‘প্রধানমন্ত্রী ধৈর্যের শেষসীমায় চলে গেছেন’

আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্যের শেষসীমায় চলে গেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ সকালে রাজধানী তোপখানা রোডস্থ শিশু-কল্যাণ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন- যে কোন উপায়ে সহিংসতা দমন করুন, সব দায় আমার। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ধৈর্যের শেষসীমায় চলে গেছেন। ৩১শে জানুয়ারি অবস্থান কর্মসূচির অনুমতি না দেয়ায় উচ্চ আদালতে রিট করার ঘোষণা দেন মান্না। রাজনৈতিক সমঝোতার জন্য জাতীয় সংলাপ ও আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। ওই অবস্থান কর্মসূচিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থকার কথা ছিল। অবস্থান কর্মসূচি পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় প্রেস ক্লাব- এই তিনটি স্থানের আবেদন করা হয়। কিন্তু প্রশাসন তাদের অনুমতি দেয়নি। ফলে হাইকোর্টে রিট দায়ের করার ঘোষণা দেন তিনি।

Thursday, January 22, 2015

ক্রসফায়ারে ছাত্রদল নেতা নিহত- আমার স্বামীর অপরাধ কি?

ক্রসফায়ারে ছাত্রদল নেতা নিহত- আমার স্বামীর অপরাধ কি? -কেন
ওরা আমার স্বামীকে হত্যা করলো? কি অপরাধ ছিল আমার স্বামীর? আল্লাহ আমাকে
বিধবা করেছে যারা তুমি তাদের বিচার করো। এভাবে চিৎকার করে কাঁদছিলেন ডিবির
ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা নূরুজ্জামান জনির স্ত্রী মুনিয়া পারভীন
মণীষা। হৃদয়বিদারক দৃশ্য জনির বাড়িতে। স্বজনরাও সান্ত্বনা দেয়ার ভাষা
হারিয়ে ফেলেছেন। গ্রেপ্তারকৃত ছোট ভাইকে দেখতে সোমবার সকালে কেন্দ্রীয়
কারাগারে যান ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি। ফিরে এসে অন্তঃসত্ত্বা স্ত্রী
মনীষাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আর ফেরা হয়নি।
ফেরা হবে না আর কোন দিন। তার অনাগত সন্তান কোন দিন পিতার মুখ দেখতে পাবে
না। মনীষা চিৎকার করে বলছিলেন, সে তো সন্ত্রাসী ছিল না। তবে কেন তাকে হত্যা
করা হলো, রাজনীতি করাই কি তার অপরাধ? তাহলে দেশে রাজনীতি নিষিদ্ধ করা হোক।
প্রধানমন্ত্রী কি আমার স্বামীকে ফেরত দিতে পারবেন! আমার সন্তান তো তার
পিতাকে কোন দিন দেখতে পাবে না। মনীষা জানান, তার স্বামী রাজনীতি করলেও কোন
নাশকতায় জড়িত ছিলেন না। ছাত্রদলের খিলগাঁও থানার সাধারণ সম্পাদকের দায়িত্বে
থাকার কারণেই তাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন
তিনি। মৃত্যুর পাঁচ দিন আগে জনি তাদের জানিয়েছিলেন, খিলগাঁও থানার
বিএনপি-ছাত্রদলের চার-পাঁচজনকে ক্রসফায়ারের নামে হত্যা করা হবে। এরকম একটি
তালিকা তৈরি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তালিকাভুক্তদের যেখানে
পাওয়া যাবে সেখানেই গুলি করে হত্যা করবে ডিবি। ওই তালিকায় জনির নাম রয়েছে।
জনির মুখে এ কথা শোনার পর উৎকণ্ঠার মধ্যে ছিলেন স্ত্রী মনীষাসহ পরিবারের
সদস্যরা। রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার নিজেদের ২০১ নম্বর বাড়ি ছেড়ে তারা
বাসা ভাড়া নেন অন্যত্র। তার পরও রাতে ঘরে থাকতেন না জনি। ধানমন্ডিসহ
বিভিন্ন এলাকায় স্বজনদের বাড়িতে থাকতেন। এত কিছুর পরও বাঁচতে পারেননি তিনি।
মঙ্গলবার রাতে ‘ক্রসফায়ারে’ নিহত হন ছাত্রদলের এই নেতা।-a Bengali Wikipedia or Archive of Bangla Article. একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ ও উইকিপিডিয়া Collection by Nejam Kutubi

Tuesday, January 20, 2015

পেট্রোল বোমায় পুড়ছে জীবন, পুড়ছে মানুষ, পুড়ছে মানবতা

পেট্রোল বোমায় পুড়ছে জীবন, পুড়ছে মানুষ, পুড়ছে মানবতা কোলের
শিশুও বাঁচতে পারছেন না জ্বালাও-পোড়াওয়ে হাত থেকে৷ প্রতিপক্ষের আদর্শকে
ভুল প্রমাণ করে শ্রেয়তর আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা নয়, প্রতিপক্ষকে আঘাত করে,
হত্যা করে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অনেক দেখেছে বাংলাদেশের মানুষ৷
স্বাধীন দেশে নিরীহ মানুষকে নির্বিচারে পোড়ানোও দেখতে হচ্ছে৷ ৩ নভেম্বর
আট বছরের সুমি দাদীর সঙ্গে নেত্রকোনা থেকে ঢাকা আসছিল৷ জয়দেবপুর চৌরাস্তায়
তাদের বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়৷-a Bengali Wikipedia or Archive of Bangla Article. একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ ও উইকিপিডিয়া Collection by Nejam Kutubi

ইসলাম গ্রহণকারী ৯ নারীকে সম্মাননা

ইসলাম গ্রহণকারী ৯ নারীকে সম্মাননা -সৌদি
আরবের জেদ্দায় ইসলাম ধর্ম গ্রহণ করা ৯ নারীকে সম্মাননা দেয়া হয়েছে।
বিভিন্ন দেশের এসব নারীকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা দেয় মওলানা
হিফজুর রেহমান সিওহার্ভি একাডেমি। সংস্থাটি ইসলাম প্রচারের লক্ষ্যে কাজ করে
চলেছে। এ খবর দিয়েছে আরব নিউজ। ইসলাম গ্রহণকারী নতুনদের মধ্যে একজন ভারতের
নাগরিক রয়েছেন। বাকি আটজন ফিলিপাইনের। এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুই ইসলামগ্রহণকারী
মরিয়ম সানি (পূর্ব পরিচিতি- পাওটিন থমাস) ও মারিয়া আত্তারজি (লিসা
কুইরোগা)। সম্মাননাপ্রাপ্তদের কয়েকজন সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। বাকিরা
এক বছর আগে। অনুষ্ঠানে প্রত্যেককে নানা উপহারে ভূষিত করা হয়। তারা ইসলাম
গ্রহণের আগ পর্যন্ত তাদের যাত্রা এবং যেসব প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন তা
তুলে ধরেন। উপস্থিতদের সামনে নুরেমান নামের সদ্য ইসলামগ্রহণকারী এক নারী
বলেন, আমাকে বলতে হচ্ছে, সঠিক পথ বেছে নেয়াটা আমার নিয়তি ছিল। ইসলামের পথে
আমার যাত্রা শুরুর প্রথম ধাপ ছিল সৌদি আরবে চাকরি খোঁজ করা। এখানে চাকরি
হওয়ার কারণে আমি ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বই পড়তে শুরু করি। ধর্মান্তরের
কোন চিন্তাভাবনা ছাড়াই আমি বইগুলো পড়তে শুরু করি। কিন্তু আমি যতই পড়তে
থাকি, ততই আগ্রহ জন্মে। আর এখন আমি সঠিক প্রক্রিয়ায় একটি দাওয়াহ সেন্টারে
ইসলাম নিয়ে অধ্যয়ন করছি।-a Bengali Wikipedia or Archive of Bangla Article. একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ ও উইকিপিডিয়া Collection by Nejam Kutubi

ড. তুহিন মালিকের বক্তব্য

ড. তুহিন মালিকের বক্তব্য -আমি
গভীর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে, কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে
আমাকে জড়িয়ে একটি ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারিত হচ্ছে। এসব সংবাদে
বলা হচ্ছে যে, আমি ড. তুহিন মালিক গত ৫ই জানুয়ারি ২০১৫ রাতের বেলায় একুশে
টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে তাবলীগ জামাত ও ইজতেমা নিয়ে বিরূপ মন্তব্য
করেছি। এই মিথ্যা সংবাদের ভিত্তিতে দায়েরকৃত মামলায় ময়মনসিংহের একটি আদালত
এমনকি আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে বলে সংবাদ মাধ্যমের
খবরে জেনেছি। অথচ বাস্তবতা হলো, গত ৯ই ডিসেম্বর ২০১৪ থেকে অদ্যাবধি আমি
দেশের বাইরে অবস্থান করছি, যে কারণে ৫ই জানুয়ারি একুশে টেলিভিশনের টকশোতে
অংশ নেয়ার তথ্য কেবল বানোয়াট বা ভিত্তিহীনই নয়, রীতিমতো উদ্ভটও বটে।
-a Bengali Wikipedia or Archive of Bangla Article. একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ ও উইকিপিডিয়া Collection by Nejam Kutubi